মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

আ‘লীগের রাজনীতি ছিল প্রতারণার রাজনীতি- আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল মিথ্যাচারের রাজনীতি। জনগণের সাথে প্রতারণার রাজনীতি। নিজেদের স্বার্থে তারা বাংলাদেশের সংবিধানকে কেটে-ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল। জনগণের ভোটের অধিকার হরণ করে রেখেছিল পতিত সরকার প্রধান শেখ হাসিনা। জনমত উপেক্ষা করে বিগত ১৬ বছরে তারা একদলীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী শাসনামলে সাধারণ মানুষের কোন উন্নতি হয়নি, হয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর। যারা দেশের জনগণের টাকা লুটপাট করেছে। দেশ থেকে টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এখন খুনী হাসিনা ও তার দোসরেরা সে অর্থ দেশকে অস্থিতিশীল করার পেছনে ব্যয় করছে। দেশকে নিয়ে, নির্বাচন নিয়ে তারা গভীর ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি। দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেওয়া এই সংস্কার প্রস্তাবগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ৩১ দফা বাস্তবায়ন করলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। জনমতকে গুরুত্ব দিয়ে ৩১দফার পরিবর্ধন ও পরিমার্জনের কথা বলছে বিএনপি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো লুটেরাদের, দুর্নীতিবাজদের ও দখলবাজদের ঠাঁই হবে না, প্রতিটি মানুষের অধিকার হবে সমান।

০৪ মে (রবিবার) বিকেলে ০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে আগামী ১০মে পলোগ্রাউন্ড মাঠে তারণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার আহবান জানান তিনি।

০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএপির সাবেক সভাপতি মো. আসলাম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর আলম মঞ্জু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সভাপতি মো.আলী সাকি, ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এফ এ সেলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বক্তব্য রাখেন হাজী কামাল উদ্দিন, নাছির উদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, আব্দুল হাই, মো. রাজন, এম এ হামিদ দিদার, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, যুগ্ম আহবায়ক মো. সবুজ, ছাত্রদল নেতা সত্যজিৎ বড়ুয়া রুপু, মো. বেলাল প্রমুখ।