মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ঈদগাঁও জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও’র ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে (০৪ জুলাই) শুক্রবার সকাল ১০টায়। ইউনিয়ন উলামা বিভাগ সভাপতি মাওলানা আলী আহম্মদ হেলালির সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা ইউনুস বিন নজিরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা উলামা বিভাগ সহসভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুফিজুর রহমান মাদানি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উপজেলা উলামা বিভাগ সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগাঁও ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক মো. হাকিম আলী এবং সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান সংকট মোকাবেলায় আলেম সমাজের ঐক্য, নেতৃত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরে ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।