মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

সেলিম উদ্দীন, ঈদগাঁও: বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের সমন্বয়ে প্রীতি সমাবেশ গতকাল শনিবার (১৪ জুন) বিকালে বাংলা বাজারস্থ স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা এমদাদুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা আমির অধ্যাপক খুরশেদ আলম আনসারী। পরিচিতি পর্ব সমাপ্ত করেন মাওলানা হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদি, জেলা আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এড.জাফর উল্লাহ ইসলামাবাদী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মুস্তাক আহমদ, কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, ভারুয়াখালী ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, খুরুশকুল ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।