মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চকরিয়ায় পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার এবং মাহমুদুল করিম।

এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।