আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ সফল করার আহবান জানিয়েছে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (২১ জুন) নগরীর নিউমার্কেট দোস্ত বিল্ডিং এ বিকাল ৫টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল, মানবিক করিডরের নামে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্তের প্রতিবাদে আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ সফল করার জন্য আহবান জানিয়েছে এ প্লাটফর্ম।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কমরেড অশোক সাহা।
সভায় বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক শফিউদ্দিন কবির আবিদ, গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি রাজা মিয়া, সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম জেলা ইনচার্জ শাহিন মঞ্জুর, এছাড়া আরো বক্তব্য রাখেন নুরুল আরশাদ চৌধুরী, নজরুল ইসলাম, মশিউর রহমান খান, নাঈম উদ্দিন, বিসুময় দেব, নুরুছফা ভূইয়া, লামিও মারমা, অরূপ মহাজন, দীপা মজুমদার, জাবেদ চৌধুরী, মিরাজ উদ্দিন, ডা. আরিফ বাচ্চু, ইঞ্জিনিয়ার মিলন ভৌমিক, ধ্রুব বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ” চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। একে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার অর্থই হচ্ছে দেশের স্বার্থ বিসর্জন দেয়া।সরকারের নতজানু নীতির ফলে দেশের জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির কাছে জিম্মি করে ফেলা হচ্ছে। নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক বন্দরকে এভাবে ধ্বংস করবার সমস্ত প্রচেষ্টার বিরুদ্ধে দেশের সমস্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও বামপন্থী শক্তি ও দলসমূহের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। সেই লক্ষ্যে আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ সফল করার জন্য সমস্ত নেতাকর্মীসহ দেশপ্রেমিক জনগণকে আহবান জানাই। ”
সভায় একইসাথে রাখাইনে মানবিক করিডরের নামে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত অপতৎপরতা, বাংলাদেশে কুয়েত ও তুরস্কের সমরাস্ত্রের যন্ত্রাংশ নির্মাণের কারখানা নির্মাণ এবং মার্কিন নেটওয়ার্ক স্টার লিংকের সাথে চুক্তির তীব্র বিরোধিতা করে তা বাতিলের দাবি জানানো হয়।