প্রবীণ কৃষক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য কমরেড ভবরঞ্জন পাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
প্রয়াত ভবরঞ্জন পালের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায়। তাঁর সন্তান কমরেড পলাশ কিশোর পাল মীরসরাই উপজেলার সিপিবির সম্পাদক।
কমরেড ভবরঞ্জন পালের মৃত্যুতে সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন।
এক শোকবার্তায় সিপিবি নেতারা বলেছেন, ‘ভবরঞ্জন পাল কৃষকদের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। সমাজতন্ত্রের আদর্শে অবিচল ছিলেন। কমিউনিস্ট পার্টির পতাকাতলে থেকে তিনি আমৃত্যু মানবমুক্তির লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে সিপিবি একজন একনিষ্ঠ, আদর্শিক লড়াইয়ের সাথীকে হারাল।’