বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহামদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন। মীর হেলাল রোববার (২৯ জুন) বিকেলে আলিপুর হাইস্কুল মাঠে হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সমাবেশে ব্যারিস্টার হেলাল বলেন, দেশে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন। বাংলাদেশের প্রতিটি ঘর বিএনপি’র এক একটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পেতো। এখন দেশের নির্বাচন বিরোধীরা বিএনপিকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে সাহস না পেয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না। টালবাহানা না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে।
হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান।