মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বিএনপি নেতা আলী আজমের মৃত্যুতে আমীর খসরু’র শোক জ্ঞাপন

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাসাস নেতা আলী আজম শুক্রবার (১৩ জুন) বিকেলে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরের দিকে কর্নেল হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ইম্পেরিয়াল হাসপাতালে মারা যান।

রাত ৯ টায় উত্তর কাট্টলী ওয়ার্ডের মুন্সি পাড়ায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলী আজম বিগত আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে বেশ সক্রিয় ছিলেন।

এদিকে বিএনপি নেতা আলী আজমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, আলী আজম ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ন আদর্শবান ত্যাগী ও দক্ষ সংগঠক। সমাজের বিভিন্ন কর্মকাণ্ড ও আন্দোলন সংগ্রামে তার ভূমিকা উল্লেখযোগ্য, তার কর্মের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।