মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারোও রাজপথে নামবো- আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ ১৬ বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। আমাদের বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এত নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও আমাদের কোন নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা কেউ দলচ্যুত হয়নি, দলের আদর্শচ্যুত হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল দেশ ও জনগণের স্বার্থ অক্ষুন্ন রাখা। আমাদের দীর্ঘ সময়ের ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামের ফসল আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। কিন্তু ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের পতন হলেও যে আশা ও আকাঙ্খা নিয়ে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি তা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা এখনো মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারিনি। এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। আমরা এখনো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ছিল, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া। কিন্তু সরকার এখনো পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেনি। যা আমাদেরকে হতাশ করছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই গত ১৬ বছরে বিএনপিকে ভাঙ্গার অনেক অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে। তার একমাত্র কারণ বিএনপির প্রতি এদেশের জনগণের পূর্ণ সমর্থন। তাই কেউ যদি বিএনপিকে মাইনাস করে কোন রাজনৈতিক ফায়দা লুঠতে চায় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করেছে। প্রয়োজনে জনগণকে নিয়ে আবারও রাজপথে নেমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করব।

১৮ মে (রবিবার) বিকেলে বোয়ালখালী ৪নং শাকপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত “কর্মীসভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মন্নান,শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ।

শাকপুরা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ এর সঞ্চালনায় বক্তব্য দেন শাকপুরা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আজগর মেম্বার, সহ-সভাপতি হাজী মাহামুদুল হক, তসলিম উদ্দীন, শাহেদ আলী, আবুল কালাম সও., যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, ইদ্রিস খান, মো. সোলাইমান, আলী আজম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুল আলম, বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, মীর ইলিয়াস, নাজিম উদ্দীন বাহাদুর, জাহেদ হোসেন, জাহাঙ্গীর, শওকত, বখতিয়ার, আনিস, কাইছার, ফোরকান, পারভেজ, সুজন, সজল নাথ, নাছের, লোকমান, নুরুদ্দীন, আলী আহমদ, ছাত্রদল নেতা আরিফ, বোরহান, রহিম, মো. জাহাঙ্গীর, ইমরান, মো. লোকমান প্রমুখ।
ক্যাপশন: বোয়ালখালী শাকপুরা ১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান।