মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মাতামুহুরীতে কোনাখালী বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার আওতাধীন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির অধীন নবগঠিত কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে কোনাখালী সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী।

কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইউনুসের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল।

এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।