মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মাতারবাড়ি ইউপি বিএনপি নেতা এস্তেফাজুল হক মৃত্যুতে জেলা বিএনপির শোক

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এক যুক্ত বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং মাতারবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা এস্তেফাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতা এস্তেফাজুল হক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল ছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা ও রাজনৈতিক অবদান দল আজীবন স্মরণে রাখবে।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।