মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মিরসরাইয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তা ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সদস্য মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হোসেন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ মো. ফোরকান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গোফরান জামশেদ, সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মুন্না, জাহিদুল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পারভেজসহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে রাজপথে ছাত্রদলের ভূমিকা রয়েছে। আগামীতে সুন্দর সুশৃঙ্খল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। নেশা ও চাঁদাবাজির সাথে সাথে জড়িত কেউ ছাত্রদলের রাজনীতি করতে পারবেনা। আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ক করতে সকলকে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলার সাবেক ছাত্রদল নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।