০৪ জুলাই (শুক্রবার) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চান্দগাঁও থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি চান্দগাঁও মৌলভি পুকুর পাড় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বহদ্দারহাট মোড় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে হাজারো নেতাকর্মী ও সমর্থক ৩১ দফার বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পথচারী ও সাধারণ জনগণ করতালি ও অভিবাদনের মাধ্যমে র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উৎসাহিত করেন।
র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। ৩১ দফা দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের প্রত্যাশিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। দেশের জনগণ শিগগিরই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। নির্বাচন নিয়ে পতিত সরকারের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
চান্দগাঁও থানা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহিম আলফাজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপি নেতা মনছুর আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, মো. আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নওশাদ আল জাসেদুল রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শহীদুজ্জামান, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, ইউসুফ আলী লিটন, সিরাজুল ইসলাম ইকবাল, আব্দুল হাকিম, বদিউল আলম সাইফু, জহুরুল ইসলাম জহির, হোসেন মো. মাসুম, কামাল হোসেন খোকন, আনোয়ার হোসেন বাদশা,নাজিম উদ্দিন, ফয়সাল মোরশেদ, আব্দুস সাত্তার, আহমেদ রিয়াদ উদ্দিন নিজাম, আমজাদ হোসেন ইমরান, মো. মুরাদ,আশরাফ হোসেন লিটন, মো. রুবেল, আরিফ মহিউদ্দিন, সাকলাইন মোস্তাফা, মো. আসিফ, মো. জাহেদ, রায়হান সিদ্দিকী, পারভেজ করিম, ফাহিম, পারভেজ, ফিরোজ, আরিফুর রহমান হিরু, রনি হোসেন প্রমুখ।