শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৩১ মে) সকালে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় চসিকের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালে “উই রিভোল্ট” বলে যে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলেন জিয়াউর রহমান, তা ছিল জাতির জন্য আশার আলো। যখন পুরো দেশ দিশেহারা, তখন তার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন, জাতির একজন স্থপতিও ছিলেন।
মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মেয়র বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্ম, সাহসিকতা ও নেতৃত্ব দিয়ে জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। ভাগ্য বদলের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। খাল খনন কর্মসূচির মতো কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের মধ্যে দায়িত্ববোধ ও সম্পৃক্ততার চেতনা সৃষ্টি করেছিলেন।
নিজের দায়িত্ব পালনে জিয়াউর রহমানের দর্শন অনুসরণের কথা জানিয়ে মেয়র বলেন, চট্টগ্রামকে যদি একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহরে রূপান্তর করতে চাই, তাহলে জিয়াউর রহমানের গণমুখী উন্নয়ন দর্শন বাস্তবায়ন করতে হবে। আমি জনগণকে সম্পৃক্ত করে কাজ করছি। প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি, সমস্যা শুনছি, সমাধানের চেষ্টা করছি। তাই এবার জলাবদ্ধতা নিরসনেও আমরা দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আমার দায়িত্ব শুধু উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা নয়, জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করাও। সবাইকে নিয়ে কাজ করাই আমাদের শক্তি। এই শহরকে সবার অংশগ্রহণে গড়ে তুলতে চাই।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, চসিক মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, সমাজকল্যাণ কর্মকর্তা মো. মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, যুবদল নেতা আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।