মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গোৎসবে বিএনপির নেতা হাজী ইলিয়াছ শিকদার

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া: শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া চন্দ্রঘোণা কদমতলির বিভিন্ন পাড়া ও পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির বার্তা দিয়েছেন রাঙ্গুনিয়া থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী ইলিয়াছ শিকদার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি কদমতলি মিনার পাড়া, মধ্য কদমতলি, পশ্চিম কদমতলি শ্রী শ্রী জয়ন্তী সংঘসহ এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপে পরিদর্শন করেন। এসময় পূজারীরা ফুলেল শুভেচ্ছায় তাকে সাদরে বরণ করেন।

হাজী ইলিয়াছ শিকদার পূজারীদের উদ্দেশ্যে বলেন,“এই কদমতলি আমার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত স্থান। এখানকার মানুষ আমাকে রাজনীতিতে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন। তাদের ভালোবাসা আর আশীর্বাদেই আজও আমি রাজপথে টিকে থাকতে পেরেছি। বিপদে-আপদে আমি সবসময় এই এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো আমাদের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করাই বাংলার চিরাচরিত ঐতিহ্য।আমার নেতা তারেক রহমানের নির্দেশে অভিভাবক হুমাম কাদেরের নেতৃত্বে আগামী সুন্দর রাঙ্গুনিয়া গড়ে উঠবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—চন্দ্রঘোণা কদমতলি ছাত্রদলের সহ-সভাপতি সৈকত, জিয়া মঞ্চের সহ-সভাপতি মিনার, সরোয়ার পুলক দে, নারায়ণ চন্দ্র, রিপন কান্তি নাথ, পলাশ চক্রবর্তীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতা হাজী ইলিয়াছ শিকদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার মতো রাজনৈতিক নেতারা উৎসবের সময় পাশে থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

প্রধান খবর

নির্বাচিত খবর