বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে অভিযুক্ত কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাত ১টায় চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ।
ছাত্র আন্দোলনের নেতাদের সূত্র জানা যায়, শাহাজাহান সিদ্দিকী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনের সময় তিনি সাবেক এমপি কমলের সঙ্গে থেকে অস্ত্রসহ হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে অনেক ছাত্র-জনতা আহত হন। এছাড়া ৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্নজনকে দিয়ে বেশ কিছু মামলা করে হয়রানি করারও অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি গণমাধ্যমকে জানান, রাতে চকবাজার এলাকা থেকে শাহাজাহান সিদ্দিকীকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা সহ বিভিন্ন মামলা রয়েছে।
২৪ জুন (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এই রাজনৈতিক নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন- পুলিশ এতোদিন চুনোপুটি ধরলেও আজ বৈষম্যবিরোধী আন্দোলনের চরম বিরোধীতাকারী একজন রাঘববোয়ালকে গ্রেপ্তার করেছে।