কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে পেকুয়া উপজেলা সদরের বাজারস্থ পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ ও পেকুয়া চৌমুহনী চত্বরে এই মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাফর আলম ২০১৮ সালের নির্বাচনে রাতে কেন্দ্র দখল করে এমপি হয়ে চকরিয়া-পেকুয়ার মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষ হত্যা, চাঁদাবাজি ও দখলবাজি করে এ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার এসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
এদিকে, পেকুয়া থানার পুলিশ হত্যাসহ তিনটি মামলায় গতকাল বুধবার জিজ্ঞাসাবাদের জন্য এই সাবেক এমপিকে আদালতের আদেশে ৭ দিনের রিমান্ডে এনেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সাবেক এমপি জাফর আলমকে তিন মামলায় সাত দিনের রিমান্ডে বুধবার (০২ জুলাই) পেকুয়া থানায় নেওয়া হয়েছে। অনাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।