আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ সফল করার আহবান জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ চট্টগ্রাম জেলা শাখার পথসভা ও লিফলেট বিতরণ করা হয় নগরীর নিউমার্কেট মোড় এলাকায়।
সভায় উপস্থিত ছিলেন বাসদ-চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, নগর সভাপতি মিরাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ
সভায় নেতৃবৃন্দ বলেন, ” চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। একে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার অর্থই হচ্ছে দেশের স্বার্থ বিসর্জন দেয়া। সরকারের নতজানু নীতির ফলে দেশের জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির কাছে জিম্মি করে ফেলা হচ্ছে। নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক বন্দরকে এভাবে ধ্বংস করবার সমস্ত প্রচেষ্টার বিরুদ্ধে দেশের সমস্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও বামপন্থী শক্তি ও দলসমূহের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। সেই লক্ষ্যে আগামী ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ সফল করার জন্য সমস্ত নেতাকর্মীসহ দেশপ্রেমিক জনগণকে আহবান জানাই। ”
সভায় একইসাথে রাখাইনে মানবিক করিডরের নামে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত অপতৎপরতা, বাংলাদেশে কুয়েত ও তুরস্কের সমরাস্ত্রের যন্ত্রাংশ নির্মাণের কারখানা নির্মাণ এবং মার্কিন নেটওয়ার্ক স্টার লিংকের সাথে চুক্তির তীব্র বিরোধিতা করে তা বাতিলের দাবি জানানো হয়।