মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সৈয়দ ওয়াহিদুল আলমের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন মীর হেলাল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবরস্থান জিয়ারত ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ মে ) রাতে হাটহাজারীর লালিয়ার হাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে জিয়ারত ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মীর হেলাল বলছেন, সৈয়দ ওয়াহিদুল আলম আপদমস্তকে একজন গণতন্ত্রমনা নেতা ছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে সব সময় কথা বলেছেন। আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

মীর হেলাল আরো বলেছেন, দীর্ঘ সতের বছর দেশের জনগণ গণতন্ত্রের জন্য আন্দোলন করে গুম-খুন, মামলা -হামলার শিকার হয়েছে। দেশের মালিক জনগণ। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া কারো তাঁবেদারি জনগণ মেনে নিবে না। যারা নির্বাচনকে ভয় পায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তারা জনগণকে ভয় পায়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের ভাই উপজেলা হাটহাজারী বিএনপির সম্মানিত সদস্য সৈয়দ নেসারুল আলম বুলু।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম অহিদ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর।
আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন প্রমুখ।