চকরিয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা থেকে ফেরার পথে জামায়াতকর্মী ফুরকানকে গুলি করে হত্যা, ২০১৮ সালে নির্বাচনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনসহ পৃথক ৭ মামলায় কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের ১৮ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (১৮ জুন) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে এই আদেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সারোয়ার।
এর আগে ভোর সাড়ে সাতটার দিকে পুলিশের বিশেষ নিরাপত্তায় জেলা কারাগার থেকে জাফর আলমকে চকরিয়া আদালতে নিয়ে যাওয়া হয়।
ঊর্ধ্বতন মহলের নির্দেশক্রমে ভোরেই আদালতে পাঠানোর বিষয়টি জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।