রুদ্র সাহাদাৎ
ছেঁড়া পকেট, হলুদ জামা, পুরানো জুতা ক্ষয়ে ক্ষয়ে ছিঁড়ে যায়-
উদ্দেশ্যহীন পথচলা ঠিকানাহীন পথিক
বারেবার থমকে থমকে যায় জীবনের মাঝপথে
ভালো লাগে না মানবজীবন
মানুষে মানুষে এতো দ্বন্দ্ব কোলাহল
পাওয়া না পাওয়ার হিসেব নিকেষ
এতো এতো লোভ এতো এতো হিংসা-বিদ্বেষ!
কেমনে পারে, মগজে ঢুকে না
কোনো হিসেব মিলে না
হেঁটে যাই গভীর অন্ধকারের ভিতর
একা নৈঃশব্দ্যে…