মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ছড়া: প্রিয় শিক্ষক

মুনাজউর রহমান

শিক্ষক আমার অনেক প্রিয়
বাবা মায়ের মতো
তাঁদের জন্যেই আঁকতে পারি
শিক্ষার প্রদীপ শতো।

তোমার আছে জ্ঞানের আলো
মানুষ গড়ার মন্ত্র,
বিশ্ব সমাজ ভরে আলোয়
মুচে কালো যন্ত্র!

তোমার শিক্ষা তুলনাবিহীন
কথা মিষ্টি মধুর
ছাত্র-ছাত্রী বাজায় গানে
সফলতার ঐ সুর।

তোমার শিক্ষায় তোমার দীক্ষায়
আমার স্বপ্ন পূরণ
তোমার তরে শ্রদ্ধা ভরে
হৃদয় গড়ি তোরণ!

প্রধান খবর

নির্বাচিত খবর