মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ভালোবাসার কবিতা আহ্বান

ভালোবাসা দিবস উপলক্ষে কাব্যশ্রী লেখক চক্র পাবনা ‘ভালোবাসার ১০০ কবিতা’ নামে একটি যৌথ কবিতা সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে। উক্ত সংকলনে যুক্ত হতে ভালোবাসার কবিতা আহ্বান করা যাচ্ছে।

নিয়মাবলি:
★ সঙ্গে জন্ম তারিখ, জেলা, প্রকাশিত গ্রন্থ, সম্পাদিত কাগজ (যদি থাকে) উল্লেখ করতে হবে।
★ অপ্রকাশিত ভালোবাসার কবিতা হতে হবে। ২০/২২ লাইনের বেশি নয়।
★ দুইটি কবিতা পাঠাতে হবে। তবে একজনের একটি কবিতা মনোনীত হবে।
★ কবিতা ইমেইল করতে হবে। ইনবক্সে পাঠানো কবিতা গ্রহণযোগ্য নয়।
★ ইমেইল: rsshilpy26@gmail.com
★ লেখা পাঠানোর শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
★ কোন শর্ত নেই। মনোনীত কবিতার কবিকে একটি লেখক কপি বই প্রদান করা হবে। তবে কোন লেখক চাইলে একের অধিক বই কিনে নিতে পারবেন।
★ যে কোন সিদ্ধান্ত সম্পাদনা পরিষদ কর্তৃক চূড়ান্ত বলে বিবেচিত হবে।
★ যোগাযোগের জন্য সচল মোবাইল নম্বর পাঠাতে হবে।

আহ্বানে:
সম্পাদনা পরিষদ
কাব্যশ্রী লেখক চক্র, পাবনা।

প্রধান খবর

নির্বাচিত খবর