মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

যৌথ কাব্যগ্রন্থ’র জন্য লেখা আহবান

অমর একুশে বইমেলা- ২০২৬ উপলক্ষে জয়যাত্রা প্রকাশন থেকে শিঘ্রই প্রকাশ হচ্ছে একটি যৌথ কাব্যগ্রন্থ। এ গ্রন্থের জন্য আগ্রহী লেখকদের কাছ থেকে লেখা আহবান করা হয়েছে।

লেখা দেওয়ার নিয়মাবলীঃ
★ লেখা স্বরচিত হতে হবে।
★ একজন লেখক ১০টি কবিতা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন।
★ কবিতা ৮-২০ লাইনের মধ্যে হতে হবে।
★ কবিতার সাথে ছবি ও সংক্ষিপ্ত লেখক পরিচিতি জমা দিতে হবে।
★ লেখার সাথে কবির নাম, বর্তমান ঠিকানা, হোয়াটসআপ নাম্বার সংযুক্ত করতে হবে।
★ কবিতার বিষয় (উন্মুক্ত)
★ ধর্ম বিরোধী বা রাজনৈতিক কোনো লেখা গ্রহণ যোগ্য হবে না।
★ পাণ্ডুলিপি বিজয় Sutonny MJ ফন্টে কম্পোজ / টাইপ করে পাঠাতে হবে। এতে একান্ত অপারগ হলে অভ্র বা ইউনিকোডের যে কোনো ফরম্যাটে কবিতা পাঠানো যাবে।
★ শর্ত প্রযোজ্য
★ লেখা পাঠানোর ঠিকানা: editorjoyzatra@gmail.com

বইটিতে অংশগ্রহণ করতে আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগ :
জয়যাত্রা প্রকাশন
৩৮ মোহনা ম্যানশন, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ-
✆ 01817-712526 (হোয়াটস আপ)

প্রধান খবর

নির্বাচিত খবর