মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বান্দরবানে ইয়াবাসহ কৃষকদল নেতা আটক

বান্দরবানের আলিকদম উপজেলায় ইয়াবাসহ কৃষকদল নেতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার খুইল্যা মিয়া পাড়ায় নিজ বসতবাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রুহুল আমিন আলীকদম উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটির তালিকাভুক্ত সদস্য বলে জানা গেছে।

আটকের পর রুহুল আমিনকে থানায় নিয়ে আসা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তাকে শুক্রবার (৯ মে) সকালে আদালতে পাঠানো হয়।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধী যে-ই হোক কাউকে ছাড় দেয়া হবে না।