মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাইয়ে সরকারি জমি জবর দখলে বাঁধা দেওয়ায় হামলা, মহিলা সহ আহত ৬

কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি: কাপ্তাইয়ে সরকারি লিজ নেয়া জায়গা রাতের অন্ধকারে জবর দখল করতে গিয়ে বাঁধার সন্মুখীন হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলা সহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ মে) দিবাগত রাতে।
সংশ্লিষ্টদের অভিযোগে জানা গেছে, ঘটনারদিন রাতে সাবেক ইউপি সদস্য সৈয়দ জাহেদুল ইসলামের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল সন্ত্রাসী কায়দায় কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাকির হোসেন স’ মিলের সরকারি জায়গা জবর দখল করতে যায়। এসময় স’মিলের কেয়ারটেকার ফারুক খান নতুন বাজার থেকে বাসায় ফেরার পথে আগে থেকে ওৎপেতে থাকা জাহেদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে বলে কেয়ারটেকার ফারুক অভিযোগ করেন। তার আর্তচিৎকারে ফারুকের স্ত্রী, কন্যা দৌড়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়। এসময় তাদের বাঁচতে এলাকার লোকজন এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। এঘটনায় ফারুক খান, নুর জামাল, নয়ন, ফারুক খানের স্ত্রী রুবি আক্তার, তার কন্যা নীলা ফাড়িন এবং অভিযুক্ত সৈয়দ জাহেদুল ইসলাম আহত হয়। আহত নুর জামাল ও নয়ন অভিযোগ করে বলেন, রাতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হলে বৃহস্পতিবার বেলা ১১টায় আবার তাদের উপর হামলা করা হয়।

জাকির হোসেন স’মিলের কেয়ারটেকার ফারুক খান জানান, বিএফআইডিসি থেকে আগামী ২০৩৩ সাল পর্যন্ত মেসার্স ইস্টান টিম্বারের মালিক আদিল হোসেন ৫ দশমিক ৭ একর জায়গা লিজ নেয়। ওই জায়গা দেখাশোনা করার জন্য লিজ মালিক তাকে দায়িত্ব দেয়। আর সরকারি লিজ নেওয়া জায়গা অবৈধ ভাবে ঘরবাড়ি তৈরি করতে গেলে আমি তাতে বাঁধা দিয়েছি। এতে একাধিকবার আমি হামলা ও মামলার শিকার হয়েছি। উক্ত জবর দখলের ঘটনার ৪/৫ দিন আগে আমি কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করেছি। ফারুক খান জানান, বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি৷ এব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সৃষ্ট ঘটনায় কাপ্তাই থানায় একটি মামলা করা রুজু হয়েছে বলে তিনি জানান।

এদিকে, হামলায় আহত অভিযুক্ত সৈয়দ জাহেদুল ইসলাম জানান, ঘটনারদিন মিলের পাশে বসবাসরত একটি মহিলাকে আগে থেকে ওৎপেতে থাকা লোকজন হামলা করে। আমাকে ওই মহিলা আমার নিকট সাহায্য চাইলে আমি সেখানে যাই। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। তার বিরোদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জাহেদুল জানান। হামলার বিষয়ে তিনিও কাপ্তাই থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান। সন্ত্রাসী হামলার ঘটনায় কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ঘরে চিকিৎসা নিচ্ছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ জানান, শুক্রবার (৯ মে) উভয় পক্ষ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কাপ্তাই থানা পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। ওসি আরও বলেন, কেয়ারটেকার ফারুক খান ৪/৫দিন আগে একটা জবর দখল নিয়ে থানায় অভিযোগ করেছেন। এবং বুধবার রাতে হামলার পর কাপ্তাই থানায় উভয় পক্ষ পৃথক পৃথক অভিযোগ করেছে। বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে থানার ওসি জানান।