ভালোবাসা দিবস উপলক্ষে কাব্যশ্রী লেখক চক্র পাবনা ‘ভালোবাসার ১০০ কবিতা’ নামে একটি যৌথ কবিতা সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে। উক্ত সংকলনে যুক্ত হতে ভালোবাসার কবিতা আহ্বান করা যাচ্ছে।
নিয়মাবলি:
★ সঙ্গে জন্ম তারিখ, জেলা, প্রকাশিত গ্রন্থ, সম্পাদিত কাগজ (যদি থাকে) উল্লেখ করতে হবে।
★ অপ্রকাশিত ভালোবাসার কবিতা হতে হবে। ২০/২২ লাইনের বেশি নয়।
★ দুইটি কবিতা পাঠাতে হবে। তবে একজনের একটি কবিতা মনোনীত হবে।
★ কবিতা ইমেইল করতে হবে। ইনবক্সে পাঠানো কবিতা গ্রহণযোগ্য নয়।
★ ইমেইল: rsshilpy26@gmail.com
★ লেখা পাঠানোর শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
★ কোন শর্ত নেই। মনোনীত কবিতার কবিকে একটি লেখক কপি বই প্রদান করা হবে। তবে কোন লেখক চাইলে একের অধিক বই কিনে নিতে পারবেন।
★ যে কোন সিদ্ধান্ত সম্পাদনা পরিষদ কর্তৃক চূড়ান্ত বলে বিবেচিত হবে।
★ যোগাযোগের জন্য সচল মোবাইল নম্বর পাঠাতে হবে।
আহ্বানে:
সম্পাদনা পরিষদ
কাব্যশ্রী লেখক চক্র, পাবনা।