মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়ির গুইমারায় অগ্নিকাণ্ডে ১৯ দোকান ভস্মীভূত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ইসমাইল মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুরো মার্কেটের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিকদের দাবি, আগুনে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল- তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার ও মুদি দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশিক্ষক আল-আমিন স্থানীয় হিল ভিডিপি ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রুপে বার্তা প্রেরণ করেন।

পরে ২০-২৫ জন ভিডিপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গুইমারা থানার ওসি।

প্রধান খবর

নির্বাচিত খবর