মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা দায়ের

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে নবম শ্রেণীতে পড়–য়া ত্রিপুরা সম্প্রদায়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মো. আবুল কাশেম (৩৭)।

সোমবার (১২ মে) বিকেল ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় আবুল কাশেমকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
আবুল কাশেম উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা মধ্যম টিলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানায়, আবুল কাশেম করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য পদে দায়িত্বে রয়েছেন।

ভুক্তভোগী কিশোরীর মা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই কিশোরীর বাবা-মা দুজনই দরিদ্র দিনমজুর। রোববার বিকেল পাঁচটার সময় নবম শ্রেণীতে পড়–য়া ওই কিশোরী প্রাইভেট পড়ে ঘরে এসে রান্নার কাজ করছিল। তখন স্থানীয় আবুল কাশেম বাড়ির উঠোনে এসে ওই কিশোরীর কাছে পানি খেতে চায়। পানি খাওয়ানোর পর আবুল কাশেম অতর্কিত কিশোরীর বসত ঘরে ঢুকে পড়ে। এ সময় সে ওই কিশোরীকে ১০০ টাকা দিতে চেয়ে কুপ্রস্তাব দেয়। এতে কিশোরী রাজি না হওয়ায় আবুল কাশেম তার ওপর জবরদস্তি করে এবং মুখ চেপে ধরে পরনের কাপড় ছিঁড়ে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরী আবুল কাশেমের হাত থেকে ছুটে ঘরের বাইরে দৌঁড় দেয়। তার আত্মচিৎকারে আশপাশে থাকা ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন ছুটে এলে আবুল কাশেম মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে শটকে পড়ে। এই ঘটনার পর সন্ধ্যায় কিশোরীর বাবা-মা ও স্থানীয়রা জোরারগঞ্জ থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে কয়লা বাজার এলাকায় স্থানীয় একদল লোক তাদের থানায় যেতে বাধা দেন এবং আগামী বৃহস্পতিবার এই ঘটনার বিচার করে দেবে বলে আশ্বাস দেয়।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, রোববার বিকেলে আমি ও আমার স্বামী বাইরে কাজে থাকার সুযোগ নিয়ে আমাদের বসত ঘরে ঢুকে আবুল কাশেম আমার মেয়ের উপর অত্যাচার করে। এই ঘটনায় থানায় অভিযোগ করতে বের হলে সন্ধ্যায় কয়লা বাজারে কিছু লোক আমাদের বাঁধা দিয়ে পরে স্থানীয়ভাবে মীমাংসা করে দিবে বলে থানায় যেতে দেয়নি। আমি সোমবার বিকেলে জোরারগঞ্জ থানায় গিয়ে এ ঘটনায় মো. আবুল কাশেমকে আসামী করে মামলা করেছি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল কাশেম বলেন, আমি ওই কিশোরীর বাবার কাছে টাকা পাই। সেই টাকা উদ্ধার করতে তার বাড়িতে গেলে মেয়েটির বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি তাদের বাড়ির উঠান থেকে চলে আসি। ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ সত্য নয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ইন্ধনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় নবম শ্রেণী পড়–য়া এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ চেষ্টা করার বিষয়ে জেনে রোববার রাতেই সেখানে পুলিশের একটি পরিদর্শন টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে। সোমবার বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।