মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচন: সামগ্রিক দিক নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ড. মো. আনোয়ার হোসেন, চবি আইসটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, চাকসু নির্বাচন আচরণবিধি মনিটরিং সেলের সদস্য প্রফেসর ড. খাদিজা মিতুসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল সিদ্দিকীর সঞ্চালনায় প্রার্থী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, আমরা বার বার শিক্ষার্থীদের সাথে বসে বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা করছি। আমরা চাই সুন্দর একটি চাকসু নির্বাচন আযোজন করার জন্য। এক্ষেত্রে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রশাসন আমাদের সবরকম সহযোগিতা করছে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক।

মতবিনিময় সভায় প্রার্থী ও শিক্ষার্থীরা প্রার্থীদের এজেন্ট, ভোটের ব্যালট, ভোট প্রদান পদ্ধতি, ভোট গণনা পদ্ধতি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ পেশ করেন। নির্বাচনের নিরাপত্তা ও ভোটের ব্যালট সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রধান খবর

নির্বাচিত খবর