মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ফার্স্ট এইড বক্স বিতরণ নিয়ে ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন: চবি ছাত্রী সংস্থা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী হলে ফার্স্ট এইড বক্স বিতরণ নিয়ে ছাত্রদলের আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, চবি শাখা। সংগঠনটির ভাষ্য, এই কার্যক্রমটি নির্বাচনের আগে সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে শুরু করা হয়েছিল।

সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ছাত্রী সংস্থার সংগঠন ও ছাত্রীকল্যাণ বিভাগের সম্পাদক এবং চাকসুর নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদা।

লিখিত বক্তব্যে সানজিদা জানান, শামসুন্নাহার হলে ফার্স্ট এইড বক্স বিতরণ কোনো নির্বাচনী প্রচারণা নয়। ক্যাম্পাসে ফার্মেসির অভাব থাকায় শিক্ষার্থীদের অনুরোধে গত আগস্ট মাসে বিভিন্ন হলে এসব বক্স বিতরণ করা হয়। পরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে ৩০ সেপ্টেম্বর বক্সটি প্রহরীর টেবিলে স্থানান্তর করা হয়।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল সঠিক তথ্য যাচাই না করেই ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত জবাব দেওয়া হয়েছে এবং কমিশনের নির্দেশে বক্স সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, শামসুন্নাহার হলের এক প্রার্থী আচরণবিধি ভেঙে রঙিন লিফলেট বিতরণ করলেও সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এছাড়া ছাত্রী সংস্থার একাধিক প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক ও ভয়ভীতির মুখে পড়েছেন।

সংগঠনটি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে, যাতে আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নারীবান্ধব পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান খবর

নির্বাচিত খবর