মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী আটক

শফিউল আলম, রাউজান ঃ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈয়ারী এলজি সহ ২০ পিস ইয়াবা সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেন ।

গত ১১ মে রবিবার সন্দ্ব্যা ৬ টা ৩০ মিনিটের সময়ে রাউজানের নেয়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও সালেহ আহম্মদ ডাইভারের বাড়ীতে অভিযান করতে যায় ।

এসময়ে বিভিন্ন মামলার পলাতক আসামী মোঃ রুবেল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার সময়ে পুলিশ তাকে আটক করে। তার হাতে থাকা কাপড়ের ব্যাগ থেকে একটি দেশীয় তৈয়ারী এলজি ও ২০ পিস ইয়াবা উদ্বার করে পুলিশ । দীঘদিন ধরে মোঃরুবেল তার ঘর থেকে ইয়াবা বিক্রয় করে আসছে ।রাউজান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গতকাল ১২ মে সোমবার রুবেল বিরুদ্বে রাউজান থানায় অস্ত্র আইনে ও মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয় । তাকে পরে আদালতে সোর্পদ করে পুলিশ ।