মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

যমজ সন্তান জন্ম দিলেন অ্যাম্বার হার্ড

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি সইতে হয়েছে এই তারকাকে। মাঝে বেশ কিছুদিন অভিনয় থেকেও বাইরে ছিলেন তিনি। বর্তমানে স্পেনে বাস করা অ্যাম্বার ফের অভিনয় ক্যারিয়ারে ফিরতে চান। তবে সাবেক স্বামী জনি ডেপের বিপরীতে অবস্থান করাটা তার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিতর্কিত এই অভিনেত্রী সম্প্রতি যমজ সন্তান জন্মদানের ঘোষণা দিয়েছেন। গত পরশু রবিবার মা দিবসে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে লেখেন, ‘‘২০২৫ সালের মা দিবস আমি কখনই ভুলব না। বছরের পর বছর ধরে আমি যে পরিবার গড়ে তোলার চেষ্টা করেছি, এ বছর তার পূর্ণতা উদযাপন করতে পারলাম। আমি কতটা আনন্দিত সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।

আজ আমি আনুষ্ঠানিকভাবে এই খবরটি শেয়ার করছি যে আমি যমজ ভাইবোনকে (অ্যাম্বার হার্ডের ছেলে-মেয়ে) হার্ড গ্যাংয়ে স্বাগত জানিয়েছি। আমার মেয়ে অ্যাগনেস এবং আমার পুত্র ওশান আমার হাত পূর্ণ করে রেখেছে। চার বছর আগে যখন আমার প্রথম কন্যা ওনাঘের জন্ম হয়েছিল, তখন আমার পৃথিবী চিরতরে বদলে গিয়েছিল। আমি ভেবেছিলাম এর চেয়ে বেশি আনন্দ আর হতে পারে না। আচ্ছা, এখন আমি তিনগুণ বেশি আনন্দিত!!!’’

তবে এখন এ অভিনেত্রীর লক্ষ্য হলো হলিউডে সফলভাবে ফিরে আসা। রাডার অনলাইনের এক প্রতিবেদনে জানা গেছে, তিনি একটি ‘চমকপ্রদ প্রত্যাবর্তন’ করতে চান। কিন্তু বর্তমান পরিস্থিতি তার অনুকূলে যাচ্ছে না।

হার্ড বেশকিছু চলচ্চিত্রে কাজ করতে ইচ্ছুক, এমনকি প্রযোজক হিসেবেও কাজ শুরু করতে চান। তবে জনি ডেপের জনপ্রিয়তা ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর প্রতি দর্শকের ভালোবাসা এই পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটি সূত্র থেকে জানা যায়, হার্ডের প্রতিনিধি যদিও তার ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন কিন্তু বাস্তবে তিনি কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছেন না।

অন্যদিকে, জনি ডেপ ইতোমধ্যেই হলিউডে নিজের হারিয়ে ফেলা জায়গা পুনরুদ্ধার করেছেন। এই অভিনেতা বর্তমানে পেনেলোপ ক্রুজের সঙ্গে ‘দ্য ডে ড্রিংকার’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন এবং ‘পাইরেটস’ ফ্র্যাঞ্চাইজিতে তার ফিরে আসারও জোর গুঞ্জন রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালে এ অভিনেতার করা মানহানির মামলায় জয়ের পর থেকেই হার্ড ও ডেপের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। অভ্যন্তরীণ এক সূত্রের দাবি, ‘তারা একে অপরকে কখনো ক্ষমা করবে না।’ উল্লেখ্য, বিয়ের মাত্র ১৫ মাস পর ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউডের সাবেক এ তারকা দম্পতি।