মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

রাজধানীর শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শিক্ষার্থী’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘জাতীয় পতাকা ও জাতীয় সংগীত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সম্প্রতি শাহবাগে একটি আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করতে গেলে কিছু কুচক্রী মহল তা বাধাগ্রস্ত করে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত গেয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম বিপ্লব বলেন, ‘জাতীয় সংগীতকে অবমাননা করা মানে বাংলাদেশকেই অবমাননা করা। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের অংশ। এগুলোর ওপর আঘাত আসা মানে আমাদের অস্তিত্বের ওপর আঘাত আসা।’

আরবি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আজ আমাদের পতাকা, মানচিত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে। শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়ার প্রতিবাদে আমরা সম্মিলিতভাবে শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন করেছি, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।’

এফ. পি. বাবর নামের এক শিক্ষার্থী বলেন, ‘গত পরশু শাহবাগে আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদেই আমরা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতীকী কর্মসূচি পালন করেছি।’

উল্লেখ্য, গত শনিবার (১০ মে) আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিনটি দাবিতে শাহবাগে অবরোধ চলাকালে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদ হিসেবেই চবি শিক্ষার্থীরা কর্মসূচিটি পালন করেন।