মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ডি ব্রুইনার গোলে তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

আর মাত্র কয়েকটা ম্যাচ। এরপরই ম্যানচেস্টার সিটিতে অতীত হয়ে যাবেন কেভিন ডি ব্রুইনা। তবে বিদায় বেলায়ও নিজেকে নিংড়ে দেয়ার শেষ চেষ্টাটুকু করছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তার দেয়া একমাত্র গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

ডি ব্রুইনার গোলে পাওয়া এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে উঠে আসলো ম্যানসিটি। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৪। ৩৪ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট ৬২।

আর্সেনালের কাছ থেকে ৩ পয়েন্ট পিছিয়ে এখন সিটি। গানারদের পয়েন্ট ৬৭। যদিও এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে লিভারপুল।