চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও এ কে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামীকাল রবিবার (৪ মে ) সকাল ১০:৩০ টায় আইন অনুষদের এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ রূপকল্প’ শীর্ষক সপ্তম এ কে খান স্মৃতি আইন বক্তৃতা।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি মি. সালাহউদ্দিন কাসেম খান ও এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি মি. এ. এম. জিয়াউদ্দিন খান।
চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী। এ অনুষ্ঠানটি ন্যায়বিচার ও আইনের ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তাভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা।