মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু,  কাপ্তাই(রাঙামাটি)।  রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি’র তত্ত্বাবধানে ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার (১৫ মে) মেজর নোমান আল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম করেন। এসময় তিনি তার বক্তব্যে ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।