মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কর্ণফুলীতে ড্রেজিং কাজের জন্য ৫ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল।
রবিবার (১৮ মে) ভোর ৬ টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগে দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলস ভাবে কাজ করে কর্ণফুলী নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে রবিবার (১৮ মে) ভোর ৬ টা থেকে পুনরায় এই নৌ রুটে ফেরি চলাচল ব্যবস্থা খুলে দেওয়া হয়। সওজ রাঙামাটির উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যায়, এতে যানবাহন পারাপারে বিঘ্নের সৃষ্টি হয়। এমতাবস্থায় কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজ করতে গত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।
এদিকে, রবিবার (১৮ মে) সকালে চন্দ্রঘোনা ফেরির কর্মচারী মো. আরমান ও ফেরি চালক সিরাজ জানায়, ড্রেজিং কাজ শেষ হবার পর রবিবার ভোর ৬ টা থেকে ফেরি চলাচল করছে।
এসময় ফেরিঘাটে ট্রাক চালক মো. লোকমান, মোটর সাইকেল আরোহী সুনিল তনচংগ্যা ও সিএনজি চালক আবদুল খালেক ও মো. আক্তার হোসেন বলেন, রবিবার ভোর ৬ টা হতে ফেরি চলাচল করছে। এতে আমাদের ভোগান্তি দূর হয়েছে।
প্রসঙ্গত, রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের রাইখালী ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটের বাঙ্গালহালিয়া, রাজস্থলী ও বান্দরবান অভিমুখে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে থাকে।