আন্তর্জাতিক গুম বিরোধী সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা পুনর্বাসন ও দ্রুত বিচারের দাবিতে মুখর হয়ে উঠেছেন।
৩১ মে (শনিবার) সকাল ১১টায় এ মানব বন্ধনের আয়োজন করে ‘অধিকার’।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে ভিকটিম পরিবারের সদস্যরা বলেন, “গুমের শিকার পরিবারগুলো মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। রাষ্ট্রকে তাদের পুনর্বাসন এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে হবে। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
মানববন্ধনে আরও জানানো হয়, গুমের শিকার একজন ব্যক্তি সম্প্রতি ভারত থেকে ফিরে এসেছেন। এ প্রেক্ষিতে বক্তারা প্রশ্ন তোলেন, “ভারতে আরও কেউ গুম হয়ে আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।” এজন্য সরকারের প্রতি যথাযথ তদন্তের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলার গুমের শিকার জাহেদ হাসানের ভাই মেহেদী হাসান, বোয়ালখালীর নজরুল ইসলাম বাচার পুত্র আনিসুল ইসলাম, ফটিকছড়ির বলি মনসুরের পুত্র বাদশাহ, এবং সীতাকুণ্ডের শামিম সরদারের স্ত্রী চম্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের ফোকাল পারসন ওসমান জাহাঙ্গীর।
এছাড়াও বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী মোক্তার উদ্দিন, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ মজুমদার, অভিলাষ মাহমুদ, মীর বরকত, মুজিবুল্লাহ তুষার, জানে আলম, রফিকুল ইসলাম, ফখরুদ্দিন মুহাম্মদ সোহেল, ওয়ালিল্লাহ, জিয়া উদ্দিন, শাহ জালাল, ও এ কিউ এম মোসলেম উদ্দিন।
মানববন্ধনের শুরুতে অধিকারের পক্ষ থেকে স্টেটমেন্ট পাঠ করেন মোখতার উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোমিন।