মুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে (শনিবার) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে “Unmasking the Appeal: Exposing Industry Tactics On Tobacco and Nicotine Products” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যুগ্মসচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সভায় প্রধান অতিথি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে’ তামাকবিরোধী প্রশিক্ষণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।