লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করবেন, আর চমক থাকবে না! তা কি করে হয়। উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে ২৮ সদস্যের দল দিয়েছেন আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড। যেখানে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করে ফেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে খেলবে আর্জেন্টিনা। আর ১১ জুন ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আকাশি-নীল জার্সিধারীরা। সে লক্ষ্যেই ২৮ সদস্যের দল দিয়েছে স্ক্যালানি।
দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন খেলোয়াড়, আবার বাদ পড়েছেন বেশ কয়েকটি পরিচিত মুখ। শুধু দলেই নয়, আর্জেন্টিনার দল ঘোষণার ধরনেও ছিল বড় চমক। ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে বানানো একটি বিশেষ ভিডিওতে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষদের দলে থাকা নামগুলো ঘোষণা করতে দেখা যায়।
মূল দলে ফিরেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। শনিবার (৩১ মে) ঘোষিত দলেও মেসির ফেরা নিয়ে অবশ্য কোনো চমক নেই। পুরোপুরি ফিট থেকেই দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
তবে এর আগে ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চারজন। তারা হলেন- নিকোলাস দমিনগেজ, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্তিস কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। দমিনগেজ ও ম্যাক আলিস্টার বাদ পড়েছেন চোটের কারণে। আর বাকি দুজন বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে।
২৮ সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও ইন্ডিপেনদিয়েন্তের ২৩ বছর বয়সী ডিফেন্ডার কেভিন লোমোনাকো। এছাড়া এনজো বারেনেচিয়াকেও দলে রাখা হয়েছ। এর আগে ডাক পেলেও জাতীয় দলে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন এই ফুটবলার।
আরেক তরুণ ডিফেন্ডার এরই মধ্যে বেলগারনোর হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। তাইতো বিশ্বকাপের আগে স্ক্যালোনিও তাকে একটু পরীক্ষা করে দেখতে চান। লোমানোকোকেও দলে রাখা হয়েছে এই একই কারণে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে আলবিসেলেস্তেরা। ১৪ ম্যাচ শেষে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার ২ নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৪ নম্বরে। ১৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, কেভিন লোমোনাকো ও ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।