মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সীতাকুণ্ড পৌর আ.লীগের নেতা হাটহাজারীতে আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন মেম্বরকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ মে) ভোরে হাটহাজারী উপজেলার নন্দীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি যুবদল নেতাকর্মীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি। এতদিন পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, শাহাব উদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৫ এপ্রিল সীতাকুণ্ডে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তার নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে ওই অনুষ্ঠানে হামলা চালায়। এতে গুরুতর আহত হন যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন।

পরবর্তীতে একই বছরের ৭ নভেম্বর মামুন সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

র‌্যাবের দাবি, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহাব উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।