মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

‘আহত যোদ্ধারা জাতির গর্ব; তাঁদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য’

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত হওয়া পাঁচ বীর যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে দেওয়া এই অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (৩১ মে) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামের এক অনন্য অধ্যায়। আহত যোদ্ধারা জাতির গর্ব; তাঁদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন,“এই আর্থিক অনুদান কেবল সহায়তা নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি—যেখানে সংস্কৃতি ও সংগ্রাম একে অপরের পরিপূরক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বলেন, “আন্দোলনের ইতিহাস যারা রচনা করেন, তাঁদের ত্যাগ ও অবদানের মূল্য কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবে এই আর্থিক সহায়তা তাঁদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন। সরকার সবসময় দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

আর্থিক অনুদানপ্রাপ্ত আহত যোদ্ধারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

চেক বিতরণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পেকুয়া সদরের মেহেরনামা গ্রামের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।