কক্সবাজারের রামুতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে রামু থানা পুলিশ।
শনিবার (৩১ মে) এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (৪৭) এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জহির (৩৪)।
আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, “অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”