শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামু উপজেলা বিএনপির উদ্যোগে অসুস্থ রোগী, এতিমখানার শিশু ও অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর নেতৃত্বে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আবুল বশর বাবু জানান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় রামু উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে এবং বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহনুর উদ্দিন বাবু, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, রশিদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মুসলেহ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম এবং বিএনপি নেতা মুহিব উল্লাহ চৌধুরী জিল্লু।
এছাড়া যুবদল নেতা নাজিম উদ্দিন, নুরুল আবসার, মোহাম্মদ তারেক, আবদুল গনিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।