মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট শেখ হাসিনা জামায়াতে ইসলামী এবং জাগপার নিবন্ধন বাতিল করেছিল বলে অভিযোগও করেছেন তিনি।

তিনি বলেন, ‘দিল্লির সেবাদাস হাসিনামুক্ত বাংলাদেশে মহামান্য আদালতের আদেশে জাগপার পর জামায়াতের নিবন্ধন ফিরে এসেছে। জামায়াত তার রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়।’

রবিবার (১ জুন) সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাগপা আয়োজিত ‘একটি কলমের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন, সীমান্ত হত্যা, সীমান্ত দখল চলছে। আকাশসীমা লঙ্ঘন করে ভারত ড্রোন পাঠাচ্ছে, ‘র’-এর ট্রেইনিংপ্রাপ্ত কিলার পাঠাচ্ছে। জাগপা এবং জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া, শেখ হাসিনার গদি হারিয়ে দিশেহারা ভারতের গালে চপেটাঘাত।’

মানিক মিয়ার স্মৃতিচারণ করে রাশেদ প্রধান বলেন, ‘কারা নির্যাতিত সাংবাদিক ও রাজনীতিক মানিক মিয়া ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন করেছেন। শুধু শেখ মুজিবের কৃতিত্ব হিসেবে প্রচার করা হলেও, ছয় দফার আন্দোলনকে গণ-আন্দোলনে রূপ দেওয়ার পেছনে মানিক মিয়া ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৬৪ সালে কাশ্মীরে সৃষ্ট দাঙ্গা ঢাকায় ছড়িয়ে পড়লে তা প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানিক মিয়ার ছদ্মনাম মোসাফির-এর লেখনী ও তার পত্রিকা ইত্তেফাকের ভূমিকা অবিশ্বরণীয়।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।