মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বিলাইছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাক উল্টে ৭ শ্রমিক আহত

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কের কাজ শেষ করে রাজস্থলী উপজেলায় ফেরার পথে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এতে দুর্ঘটনায় ৭ জন ড্রাম ট্রাকে থাকা শ্রমিক আহত হয়েছেন।

রবিবার (০১ জুন) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, সীমান্ত সড়কে কাজ শেষ করে একটি ড্রাম ট্রাক দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে রাজস্থলীর দিকে আসছিল । পথে মিতিঙ্গা ছড়ি পাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। গাড়ীতে থাকা সব শ্রমিক আহত হয়। আহতরা হলেন, বিপ্লব দাশ (৩৫), আতাউর রহমান (৫০), আরাফাত (২৪), বেলাল হোসেন (১৮), আরিফ (২৪), মোহাম্মদ বাবু (১৯), ইমরান (২৮)। আহতরা সকলেই শ্রমিক ।

স্থানীয়দের তথ্যানুযায়ী, প্রাথমিকভাবে আহত শ্রমিকদের মধ্যে ৭ জনকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।