শফিউল আলম, রাউজান ঃ ভারী বর্ষন পাহাড়ী ঢলের শ্রোত জোয়ারের পানিতে রাউজান হাটহাজারীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে । টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতে রাউজানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে, হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা, র্গজনিয়া, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, রামনাথ পাড়া, কেউকদাইর, দক্ষিণ হিংগলা, হাসান খীল, রাউজান পৌরসভার ঢেউয়া পাড়া, হাজী পাড়া, সাপলঙ্গা, ছত্রপাড়া, বড় বাড়ী পাড়া, নন্দী পাড়া, শরীফ পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, বেরুলিয়া, সুলতানপুর কাজী পাড়া, বণিক পাড়া, পশ্চিম সুলতানপুর, পুর্ব গহিরা, গহিরা মোবারক খীল, দক্ষিণ গহিরা, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, পাঠান পাড়া, সন্দ্বীপ পাড়া, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতায়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বুইন, ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদ পুর, মঙ্গলখালী, খলিলাবাদ, পশ্চিম রাউজান, কেউটিয়া, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী, বদুপাড়া, দেওয়ান পুর, মহামুনি, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধারমানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া,পশ্চিম আধার মানিক, সাতবাড়িয়া, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, ডোমখালী, কাগতিয়া, কাসেম নগর, গোলজার পাড়া, বদুমুন্সি পাড়া সরকার পাড়া, মীরধার পাড়া, উরকিরচর ইউনিয়নের মীরা পাড়া, মইশকরম, আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, হার পাড়া, সওদাগার পাড়া, সার্কদা, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া কচুখাইন, উভলং, ঝিকুটি পাড়া, পালোয়ান পাড়া, গরিবুল্লাহ পাড়া, সামমালদার পাড়া, পশ্চিম নোয়াপাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচখাইন, কোয়ে পাড়া এলাকায় বসতবাড়ী, ফসলী জমি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিকে প্লবিত হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে হাফেজ বজুলুর রহমান সড়ক সহ বিভিন্ন সড়ক ডুবে যায়। এছাড়া কলমপতি খাল ও ডাবুয়া খালের পাড় ভেঙে স্থানীয় বসত ঘরে পানি ডুকে পড়েছে। পানিবন্ধি হয়ে পড়েছে লাখো মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে লোকজন। পাশাপশি সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন,ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও জোয়ারের পানিতে সব্জি ক্ষেতের ক্ষতি হয়েছে। ভারী বর্ষন পাহাড়ী ঢলের শ্রোত কর্ণফুলী নদী ও হালদা নদীতে জোয়ার্রে পানি বৃদ্বি পেয়েছে । ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি জোয়ার্রে পানিতে হাটহাজারী উপজেলার লাঙ্গল মোড়া, ছিপাতলী, ফটিকা, গুমান মর্দন, ইছাপুর, মেখল ফকির হাট, মার্দ্রাসা, দক্ষিন মার্দ্রাসা, হাটহাজারী পৌরসভার এগারমাইল মফিজ চেয়ারম্যান ঘাটা, আবদুল মজিদ সড়ক, মিঠাছড়ার কুল, ফতেহ পুর ইউনিয়নের বাদামতল, নন্দীর হাট, খন্দকিয়া, বুড়িশ্চর, মদুনাঘাট, টেন্ডর্লে ঘাটা এলাকা সমুহের জনগনের চলাচলের সড়[ক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়ে। জোয়ারের পানির শ্রোত সড়কের উপর দিয়ে গড়িয়ে পড়তে দেখা যায় । নগরীর অক্সিজেন থেকে কাপ্তাই মহাসড়কে হাটহাজারীর নতুন রাস্তায় যাতায়াতের সড়কের অনান্য আবাসিক এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । এছাড়া ও মদুনাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্টান ও হার পাড়া, বিভিন্ন এলাকার ঘরবাড়ীতে জোয়ারের পানি প্রবেশ করে । জোয়ারের পানিতে সড়ক ও এলাকার মানুষের ঘর বাড়ী প্লাবিত হয়ে যাওয়ায় শত শত মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয় । ভারী বর্ষন পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজান পৌর এলাকার বিভিন্ন স্থানে জলবদ্বতা সৃষ্টি হয়ে এলাক্ওা বাসিন্দ্বাদেও দুভোর্গ বেড়েছে । রাউজানের সংবাদ কর্মী শাহাদাৎ হোসেন সাজ্জাদ বলেন, বর্ষার মৌসুমে ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোত নেমে আসলে যে সব স্থান দিয়ে পানি প্রবাহিত হতো। ঐ সব স্থানে ফসলী জমি ভরাট করে ঘরবাড়ী, বাণ্যিজিক ভবন নির্মান করায় পানি প্রবাহিত হতে বাধা সৃষ্টি হয়ে জলবদ্বত্ াসৃষ্টি হয়েছে। ভারী বর্ষন, পাহাড়ী ঢলের শ্রোতের পানি জোয়ারের পানির শ্রোতে জনগনের চলাচলের সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় । রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, ভারী বর্ষন, পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও কর্ণফুলী নদী, হালদা নদীর জোয়ারের পানিতে রাউজানের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে । পানি নেমে গেলে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা যাবে । হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, জোয়ারের পানিতে নিচু এলার্কা সড়ক কিছু ঘর বাড়ী পানিতে ডুবে গেছে। জোয়ার শেষে নদীতে ভাটা হলে সড়ক ও ঘরবাড়ী থেকে পানি নেমে যাবে । জোয়ারের পানির শ্রোতে সড়কগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার শংকা রয়েছে
