কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত ও পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশখালী উপজেলার কুতুবজুম, মাতারবাড়ি ও সোনাদিয়া এলাকায় ১৩৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন কোস্ট গার্ড সদস্যরা।
রবিবার (০১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়ে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়, ফলে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
এ অবস্থায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “জাতির যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকতে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও আমাদের এ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”