মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাইয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

কাপ্তাইয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রোববার (০১ জুন) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে কিন্নরী হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা। এসময় উপজেলা কমিটির ইউপি চেয়ারম্যান, সচিবসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মা ও শিশুর পুষ্টি চাহিদা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে প্রাধান্য দিয়ে মা ও শিশু,র সহায়তা কর্মসূচি সাফল্যজনকভাবে বাস্তবায়ন করার জন্য কমিটির নির্বাহী অফিসার সকলকে আহবান জানান।